Wednesday, July 29, 2020




প্রথম শ্রেণি
রুবির বাগানের প্রশ্ন

             ১.রুবির বাগানটি দেখতে কেমন?
               উত্তরঃরুবির বাগানটি দেখতে খুব সুন্দর।সেখানে আছে নানা রকম ফুলের গাছ।এক দিকে আছে গোলাপের সারি,অন্য দিকে                     আছে হলুদ গাঁদাএবং তার পাশে আছে জবা ফুরের ঝোপ।
             ২.বাগানের চারপাশে কি কি আছে?
               উত্তরঃ বাগানের চারপাশে  আছে ঢোলকলমি গাছের বেড়া।তাতে বেগুনি ফুল ফুটে। বাগানের দরজার পাশে  আছে দুটি শিউলি                  ফুলের গাছ। আর গাছের তলায় আছে সবুজ ঘাস।
            ৩. রুবির বাগানের কোন ফুলের রং কী?
               উত্তরঃ রুবির বাগানের  ফুল গুলোর রং হলো-গোলাপ ও জবার রং-লাল,গাঁদার রং-হলুদ, ঢোলকলমির রং-বেগুনি এবং                        শিউলি ফুলের রং সাদা।
           ৪. পুরো বাগান হেসে ওঠে কেন?
              উত্তরঃ পুব আকাশে সকালে যখন সূর্য ওঠে তখন তার টকটকে লাল রঙের  আলো এসে পড়ে ফুলে ফুলে।তাই যেন পুরো বাগান                হেসে ওঠে।


No comments:

Post a Comment