নবম অধ্যায়
আমাদের দায়িত্ব ও কর্তব্য
মিলকরণঃ
১. . বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের
বাক্যাংশের মিল কর:
বাম
|
ডান
|
ক.
রাস্তা পারাপারে
|
আমাদের
কর্তব্য।
|
খ.অন্যান্য
উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে
|
মানবাধিকার
বিরোধী কাজ।
|
গ.রাষ্ট্র
প্রদত্ত শিক্ষা গ্রহণ করা
|
নাগরিক
হিসেবে আমাদের কর্তব্য।
|
ঘ.
নিয়মিত কর দেওয়া
|
ওভারব্রিজ
ব্যবহার করব।
|
ঙ.১৮
বছর বয়স হলে
|
দুর্ঘটনার
পরিমান অনেক বেশি।
|
শ্রম
বেঅেইনি।
|
|
ভোট
দেওয়া নাগরিকের দায়িত্ব।
|
|
মিলকরণঃ ২
বাম
|
ডান
|
ক.
আমরা সম্মন করব
|
প্রাথমিক চিকিৎসা বাক্স।
|
খ.
অমরা বাড়িতে রাখব
|
অগুন
থেকে।
|
গ.আমরা
ব্যবহারের পর বন্ধ রাখব
|
বয়স্কদের।
|
ঘ.
অমরা সতর্ক থাকব
|
পরিচিত
মানুষদের।
|
ঙ.
অমরা সংরক্ষণ করব
|
গ্যসের
চুলা।
|
ধনীদের।
|
|
পার্ক
ও খেলার মাঠ।
|
|
No comments:
Post a Comment