Thursday, July 16, 2020


পঞ্চম শ্রেণি
নবম অধ্যায়
আমাদের দায়িত্ব কর্তব্য
মিলকরণঃ
১. . বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল কর:
বাম
ডান
ক. রাস্তা পারাপারে
আমাদের কর্তব্য।
খ.অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে
মানবাধিকার বিরোধী কাজ।
গ.রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা
নাগরিক হিসেবে আমাদের কর্তব্য।
ঘ. নিয়মিত কর দেওয়া
ওভারব্রিজ ব্যবহার করব।
ঙ.১৮ বছর বয়স হলে
দুর্ঘটনার পরিমান অনেক বেশি।

শ্রম বেঅেইনি।

ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব।




মিলকরণঃ ২
বাম
ডান
ক. আমরা সম্মন করব
প্রাথমিক চিকিৎসা বাক্স।
খ. অমরা বাড়িতে রাখব
অগুন থেকে।
গ.আমরা ব্যবহারের পর বন্ধ রাখব
বয়স্কদের।
ঘ. অমরা সতর্ক থাকব
পরিচিত মানুষদের।
ঙ. অমরা সংরক্ষণ করব
গ্যসের চুলা।

ধনীদের।

পার্ক ও খেলার মাঠ।



No comments:

Post a Comment