Sunday, July 12, 2020


নবম অধ্যায়
আমাদের দায়িত্ব কর্তব্য

বড় প্রশ্ন

১. সমাজ কী?মানুষ সমাজে বাস করে কেন?সমাজকে সুন্দর রাখার চারটি উপায় লেখ।
২. দুর্ঘটনা কী?বাড়িতে দুর্ঘটনা ঘটে কেন? বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার চারটি উপায়               লেখ
৩. সড়ক দুর্ঘটনা কী?সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী?সড়ক দুর্ঘটনা রোধের চারটি উপায় লেখ
4. প্রাথমিক চিকিৎসা বাক্স কী?এটি বাড়িতে রাখা প্রয়োজন কেন? প্রাথমিক চিকিৎসা বাক্সের দুইটি উপকরনের নাম লেখ
৫.নাগরিক কারা?রাষ্টের প্রতি নাগরিকের দায়িত্ব ওকর্তব্য পালন করা প্রয়োজন কেন?একজন সুনাগরিকের চারটি কর্তব্য বা গুনাবলি লেখ।
৬. রাস্তা পারাপারের সময় সতর্ক হওয়া প্রয়োজন কেন?নিরাপদে রাস্তা পারাপারের চারটি উপায় লেখ।

No comments:

Post a Comment