প্রথম শ্রেণি
শুভ ও দাদিমার প্রশ্ন
১. শুভর দাদি
কী করবেন?
উত্তরঃ শুভর দাদি সেলাই করবেন।
২. দাদিমা কী করতে পারছেনা?
উত্তরঃ দাদিমা সুচে সুতা পরাতে পারছেনা।
৩. দাদিমা কেন
সুচে সুতা পরাতে পারছেন না?
উত্তরঃদাদিমা তার চশমা খুঁজে পাচ্ছেনন। তাই তিনি
সুচে সুতা পরাতে পারছেন না।
৪. কে দাদিমার
চশমা খুঁজে দিল?
উত্তরঃশুভ দাদিমার চশমা খুঁজে দিল।
৫. দাদিমা শুভকে
কী বলে দোয়া করলেন?
উত্তরঃ দাদিমা শুভকে দোয়া করলেন। বললেন, বেঁচে থাক ভাই।
No comments:
Post a Comment