পঞ্চম শ্রেণি
নবম অধ্যায়
আমাদের দায়িত্ব ও কর্তব্য
শুণ্যস্থান পূরণ কর:
ক. রাস্তা পারাপারে ------থাকতে হবে।
খ. আমরা রাষ্ট্রের -------মেনে চলব।
গ. বাড়িতে ------ চিকিৎসার বাক্স রাখব।
ঘ. খালি পায়ে বা হাতে ------ধরা উচিত
নয়।
ঙ. আমরা সুবিধাবঞ্চিতদের ------করব।
চ. আমরা রাস্তা পারাপারে ------ ব্যবহার করব।
ছ. দেশের স্বার্থকে ------ গুরুত্ব দেব।
জ. ভোট দেওয়া নাগরিকের -------।
ঝ. আমরা ------ দেশে বাস করি।
ঞ. সমাজকে ------ রাখতে আমাদের কিছু দায়িত্ব
আছে।
ট. আইন অমান্য করলে ------ ভোগ করতে হয়।
ঠ. নাগরিক হিসেবে নিয়মিত ------দেওয়া
আমাদের কর্তব্য।
No comments:
Post a Comment