পঞ্চম শ্রেণি
বিষয়: বাওবিপ
৮ম অধ্যায় : নারী - পুরুষ সমতা
তারিখ : ০৪/৭/২০২০
শূন্যস্থান
২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান
পূরণ কর :
১২×১=১২
ক. বেগম রোকেয়ার শিক্ষার
প্রতি অসীম ------- ছিল।
খ. বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর -------- জন্মগ্রহণ করেন।
গ. নারী নির্যাতনের কারণে মেয়েদের শিক্ষা ------- হয়।
ঘ. বেগম রোকেয়া ------ সালে জন্মগ্রহণ করেন।
ঙ. বেগম রোকেয়া
------- জেলায় জন্মগ্রহণ করেন।
ছ. বেগম রোকেয়া ভাগলপুরে
-------- বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
জ. ক্লারা জেটকিন হলেন
------- সমাজতাত্বিক।
ঝ. বেগম রোকেয়া ------
সালে মৃত্যুবরণ করেন।
ঞ. ভারতীয় উপমহাদেশে নারী
জাগরণের অগ্রদূত ------- ।
ট. সমাজের অগ্রগতিতে
--------- অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে।
মিলকরণন
৩. বামপাশের বাক্যাংশের
সাথে ডানপাশের বাক্যাংশের মিল কর :
বাম
|
ডান
|
ক. ১৯৩২ সালের ৯ই ডিসেম্বর
|
চেষ্টা চালিয়ে গেছেন
|
খ. বেগম রোকেয়া আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য
|
ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন
|
গ. বেগম রোকেয়ার স্মরনে বাংলাদেশে
|
প্রগতি আন্দোলন হয়
|
ঘ. বিশ্বজুড়ে ৮ই মার্চকে আন্তর্জাতিক
|
কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়
|
ঙ. ১৮৫৭সালের ৮ই মার্চ নিউিইয়র্ক শহরের একটি পোশাক
কারখানায় নারী পোশাক শ্রমিকেরা
|
প্রতি বছর ৯ই ডিসেম্বর সরকারি ভাবে রোকেয়া দিবস
পালন করা হয়
|
নরী দিবস হিসেবে পালন করা হয়
|
|
এই মহিয়সী মৃত্যুবরণ করেন
|
বড় প্রশ্ন
তারিখ: ০৬/০৭/২০২০
৪. প্রশ্নগুলোর উত্তর লিখ
ক. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহন করেন? তাঁকে নারী জাগরণের
অগ্রদূত বলা হয় কেন? নারীদের উন্নয়নে বেগম রোকেয়ার চারটি অবদান লেখ।
খ. বেগম রোকেয়া কত সালে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?নারী
শিক্ষার প্রয়োজন কেন?নারী শিক্ষার চারটি গুরুত্ব লেখ।
গ. ক্লারা জেটকিন কে ছিলেন?তিনি নারীদের ভোটাধিকারের দাবি
জানিয়েছিলেন কেন?দেশের অর্থনৈতিক উন্নয়নের নারীদের চারটি ভূমিকা লেখ।
ঘ. রোকেয়া দিবস কত তারিখ? তাঁকে নারী জাগরণের অগ্রদূত বলা
হয় কেন?নারী নির্যাতনের চারটি কুফল লেখ।
ঙ. নারী নির্যাতন কী?নারীরা নির্যাতিত হয় কেন?নারী নির্যাতন
প্রতিরোধের চারটি উপায় লেখ
চ. আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?এ দিনটি পালন করা
হয় কেন? নারী শিক্ষার চার টি সুফল লেখ।
No comments:
Post a Comment