Wednesday, July 29, 2020


পঞ্চম শ্রেণি
বাওবিপ
অধ্যায় : ১১
বাংলাদেশের ক্ষুদ্র নৃ- গোষ্ঠী
                            শিক্ষার্থীরা তোমরা ১১ অধ্যায়ের ৮২  পৃষ্ঠা ভালোভাবে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখবে ।।
              সংক্ষিপ্ত প্রশ্ন
             ১. গারোরা কখন এবং কোথা থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করে ?
             ২. গারোদের ভাষার নাম কী ?
             ৩. গারোদের ধর্মের নাম কী ?
             ৪. গারোদের সমাজ ব্যবস্থা কেমন ?
             ৫. গারোদের প্রধান খাদ্য  কী ?
             ৬. গারোদের ঐতিহ্যবাহী  খাবারের নাম কী?
             ৭. গারোদের বাড়ি  কী নামে পরিচিত ?
            ৮. গারোদের ঐতিহ্যবাহী  পোষাকের নাম কী?
            ৯. গারোদের ঐতিহ্যবাহী  উৎসবের নাম কী?
           ১০. এই উৎসবটি কখন পালন করা হয় ?

No comments:

Post a Comment