পঞ্চম শ্রেণি
বিষয়: বাওবিপ
8ম অধ্যায় : নারী - পুরুষ সমতা
তারিখ : ২৭/৬/২০২০
শিক্ষার্থীরা তোমাদের জন্য ৮ম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো। সেগুলো তোমরা নির্দিষ্ট তারিখ অনুযায়ী খাতায় লিখে রাখবে।
১. সংক্ষিপ্ত প্রশ্ন
ক. নারী নির্যাতনের দুটি কারণ লিখ।
খ. নারী নির্যাতনের দুটি কুফল লিখ।
গ. বেগম রোকেয়া সম্পর্কে তিনটি বাক্য লিখ।
ঘ. নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন?
ঙ. বেগম রোকেয়া কত সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
চ. সমাজের প্রকৃত উন্নয়নে কার ভূমিকা গুরুত্বপূর্ণ?
ছ. কত সালে জাতিসংঘ ”আন্তর্জাতিক নারী দিবস” পালনের ঘোষণা দেয়?
জ. বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
ঝ. বেগম রোকেয়া কখন মৃত্যুবরণ করেন?
ঞ. প্রতিবছর কত তারিখে সরকারিভাবে রোকেয়া দিবস পালিত হয়?
ট. বিশ্বজুড়ে কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
ঠ. বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীর অনুপাত কত?
ড. ১৮৫৭ সালে নিউিইয়র্কে নারী শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ কী ছিল?
ঢ. বাংলাদেশের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে কোনটি বেশি প্রয়োজনীয়
ণ. আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কেন?
No comments:
Post a Comment