Tuesday, August 18, 2020

 

পঞ্চম শ্রেণি

বাওবিপ

অধ্যায় : ১২

বাংলাদেশ ও বিশ্ব

                                শিক্ষার্থীরা তোমরা ১২ অধ্যায়ের ৯২  পৃষ্ঠা ভালোভাবে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখবে ।

                  সংক্ষিপ্ত প্রশ্ন

                  ১. পৃথিবীতে মোট কতটি দেশ আছে?

                 ২. বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব থাকা প্রয়োজন কেন?

                 ৩. কখন এবং কেন জাতিসংঘ গঠিত হয়?

                 ৪. বাংলাদেশ  কখন এর সদস্যপদ লাভ করে?

                 ৫. বর্তমানে এর সদস্য সংখ্যা কত?

                 ৬. জাতিসংঘর প্রধান শাখা কয়টি ও কি কি?

                 ৭. জাতিসংঘের সাধারণ পরিষদ শাখার কাজ কী?

                ৮. জাতিসংঘের আন্তজাতিক আদালত শাখার কাজ কী?

               ৯. জাতিসংঘ অথনৈতিক ও সামাজিক পরিষদের কাজ কী?

             ১০. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি রাষ্ট্র ও কী কী ?

             ১১. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী ?

            ১২. হুমায়ন রশীদ চৌধুরী কত সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন ?

           ১৩. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতিবছর কয়বার অধিবেশন হয় ?

           ১৪. বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কয়বার দায়িত্ব পালন করে ?

           ১৫. জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে কোন শাখা ?

No comments:

Post a Comment